ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পদ হারাচ্ছেন মার্কিন সপ্তম নৌবহর কমান্ডার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
পদ হারাচ্ছেন মার্কিন সপ্তম নৌবহর কমান্ডার জোসেফ অকয়েন

যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর কমান্ডার ভাইস অ্যাডমিরাল জোসেফ অকয়েনকে বরখাস্ত করতে যাচ্ছে প্রশাসন।

গত সোমবার (২১ আগস্ট) জাপানের মধ্য-পূর্বাঞ্চলের ইয়োসুকা ঘাঁটি-ভিত্তিক সপ্তম নৌবহরের অংশ যুদ্ধজাহাজ জন ম্যাককেইন দক্ষিণ চীন সাগর পাড়ি দিয়ে সিঙ্গাপুর সমুদ্রবন্দরে ভেড়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিশ্বের সবচেয়ে ব্যস্ত প্রণালী মালাক্কা দিয়ে যাচ্ছিল লাইবেরিয়ার একটি তেলবাহী ট্যাংকার।

দুর্ঘটনাবশত দুটি নৌযানই সংঘর্ষে জড়ায়।  এতে ১০ জন মার্কিন নাবিক নিখোঁজ হন।

এমন বড় একটি দুর্ঘটনার পর প্রশাসনের বরাতে বরখাস্তের এই সিদ্ধান্তের বিষয়ে জানায় মার্কিন সংবাদমাধ্যমগুলো।

সাড়ে তিন মাসেরও কম সময়ের মধ্যে মার্কিন নৌবাহিনীর কোনো যুদ্ধজাহাজের দুর্ঘটনার কবলে পড়ার তৃতীয় নজির এটি। এর আগে, গত ১৭ জুন আরেক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড ইয়োসুকা উপকূলে একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ৭ মার্কিন নাবিক নিহত হন।

তারও আগে, গত ৯ মে কোরীয় উপদ্বীপ উপকূলে একটি ছোট মাছ ধরার নৌকার সঙ্গে সংঘর্ষ হয় গাইডেড-মিসাইল ক্রুজার ইউএসএস লেক চ্যামপ্লেইনের। সেখানেও ঘটে আহত হওয়ার ঘটনা।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি পদ হারাতে পারেন বলে সংবাদমাধ্যমগুলো উল্লেখ করেছে।

ট্যাংকার-যুদ্ধজাহাজ সংঘর্ষ, ১০ মার্কিন নাবিক নিখোঁজ

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।