ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পৃথিবীর সবচেয়ে পুরনো ইমোজির সন্ধান!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
পৃথিবীর সবচেয়ে পুরনো ইমোজির সন্ধান! মাঝের পাত্রটিতে হাসির ইমোজি!

সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যাটিংয়ে ইমোজি খুব জনপ্রিয় একটি বিষয়। হাসি, কান্না, রাগ, অভিমানসহ বিভিন্ন ভঙ্গির ইমোজি দেখা মেলে এখন। সরাসরি, আকার-ইঙ্গিতে ছাড়াও মানুষ এখন স্বল্প সময়ে ইমোজিতে ভাব বিনিময় পটু হয়ে পড়েছে। 

এই ইমোজি আধুনিক সময়ে ব্যাপকতা লাভ করলেও দাবি করা হচ্ছে, খ্রিস্টপূর্ব ১৭ শতকেও এর ব্যবহার ছিলো। তুরস্কের প্রাচীন শহর কারকামিসে একটি হাসি’র ‘ইমোজি’র সন্ধান পাওয়ার দাবি করেছেন স্থানীয় ও ইতালির প্রত্নতত্ত্ববিদরা।

 

তুরস্কের দৈনিক হুরিয়াত জানিয়েছে, কারকামিস শহরে খনন কাজ চালানোর সময় একটি শরবতের পাত্রের সন্ধান পান বিজ্ঞানীরা। এ পাত্রটির গায়ে ওই হাস্যোজ্জ্বল ইমোজির চিহ্ন পাওয়া যায়।  

মজার ব্যাপার হিসেবে সংবাদমাধ্যম বলছে, ১৭ জুলাই ছিল বিশ্ব ইমোজি দিবসের দিনই প্রাচীন এ ইমোজিটি পাওয়া যায়।

গবেষক দলের প্রধান নিকোলো মারচেট্টি বলেন, সম্ভবত আমরা পৃথিবীর সবচেয়ে পুরনো ইমোজির দেখা পেয়েছি। আমরা জানি না পাত্রের গায়ে শিল্পী কেন এই ইমোজিটা এঁকেছিলেন। তবে এটা হাসির ইমোজি বোঝাই যাচ্ছে।  

খননকালে এ পাত্রটি ছাড়াও আরও অনেক ধরনের পাত্রের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদ।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
জিওয়াই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad