ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

পাক-ভারত সীমান্তে গোলাগুলিতে নিহত ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
পাক-ভারত সীমান্তে গোলাগুলিতে নিহত ৬ প্রতীকী

ঢাকা: পাকিস্তান ও ভারতীয় সেনার দ্বিপাক্ষিক গুলি বিনিময়ে সোমবার (১৭ জুলাই) কাশ্মীর সীমান্তে ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন পাকিস্তানি সেনা, একজন ভারতীয় সেনা ও এক শিশু রয়েছে বলে কর্তৃপক্ষের খবর।

ভারতীয় সেনাবহিনীর মুখপাত্র লে. কর্নেল মণীষ মেহতার দাবি, সোমবার সকালে ভারতীয় নিয়ন্ত্রণাধীন রাজৌরি সেক্টরে পাকিস্তানি বাহিনী স্বয়ংক্রিয় অস্ত্র ও মর্টারের গোলা বর্ষণ করে।   

বাঙ্কারে আঘাত হানা একটি মর্টার শেলে আহত এক ভারতীয় সেনা চিকিৎসাধীন অবস্থায় পরে হাসপাতালে মারা যান বলেও জানান তিনি।

অন্যদিকে, পাকিস্তান সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের মহাপরিচালক মেজর জেনারেল সাহির শামশাদ মির্জা অভিযোগ করে বলেন, ভারতীয় সেনা তাদের একটি মিলিটারে যানে হামলা চালায়, এতে চার সেনা নিহত হয়েছেন।

গোলাগুলিতে ভারতের তিন ও পাকিস্তানের একজন বেসামরিক নাগরিক ‍আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।