ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মসুলের বিখ্যাত মসজিদ গুড়িয়ে দিয়েছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, জুন ২২, ২০১৭
মসুলের বিখ্যাত মসজিদ গুড়িয়ে দিয়েছে আইএস গুড়িয়ে দেওয়া মসজিদের উপগ্রহ থেকে পাওয়া ছবি

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বিখ্যাত ‘আল-নূরি’ মসজিদটি জঙ্গি গোষ্ঠী আইএস গুড়িয়ে দিয়েছে বলে সরকারি বাহিনী জানিয়েছে। তবে এ দাবি প্রত্যাখ্যান করে নিজেদের সংবাদমাধ্যম ‘আমাক’-এ এক বিবৃতিতে আইএস বলেছে, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মসজিদটি ধ্বংস হয়েছে। 

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি জানান, মসজিদটি গুড়িয়ে দেওয়া জঙ্গি গোষ্ঠীটির হেরে যাওয়ার ইঙ্গিত।

এদিকে উপগ্রহ থেকে পাওয়া ছবিতে মসজিদটির বেশ ক্ষতিসাধন হওয়ার চিত্র পাওয়া গেছে।

ইরাকে অবস্থানরত এক মার্কিন জ্যেষ্ঠ কমান্ডার বলেন, মসুল ও ইরাকের বিখ্যাত একটি স্থাপনা গুড়িয়ে দিয়েছে আইএস।  

আর বিষয়টি শুধু মসুলের জনগণই নয়, পুরো ইরাকবাসীর বিরুদ্ধে চালানো অপরাধ বলে আখ্যা দিয়েছেন মেজর জেনারেল জোসেফ মার্টিন।

এর আগেও ইরাক ও সিরিয়ার অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে আইএস।

বাংলাদেশ সময়: ০৭০৪ ঘণ্টা, জুন ২২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ