ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চীনে কিন্ডারগার্টেনে বাইরে বিস্ফোরণে নিহত ৭, আহত ৬৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
চীনে কিন্ডারগার্টেনে বাইরে বিস্ফোরণে নিহত ৭, আহত ৬৬ কিন্ডারগার্টেনের বাইরের চিত্র

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে একটি কিন্ডারগার্টেনের বাইরে বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৬ জন। হতাহতদের মধ্যে কতোজন শিশু ছিল তা জানা যায়নি।

বৃহস্পতিবার (১৫ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় জিয়াংসুর ফেংঝিয়ান কাউন্টির ওই কিন্ডারগার্টেনের বাইরে এ বিস্ফোরণ ঘটে। কাউন্টির প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিচ্ছে।

সংবাদমাধ্যম জানাচ্ছে, বিকেলে কিন্ডারগার্টেনটি ছুটির পর শিশুদের বাড়ি ফেরার সময় এ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে জড়ো ছিলেন শিশুদের অভিভাবকরা। তবে কী কারণে বিস্ফোরণটি ঘটেছে তা জানা যায়নি।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বিস্ফোরণস্থলে ছড়িয়ে-ছিটিয়ে আছে শিশুসহ অনেকের মরদেহ। আহতদের আর্ত-চিৎকার করতে দেখা যাচ্ছিল ভিডিওচিত্রে।

ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।