ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ব্রিটেনের নির্বাচনে তেরিজাকে পেছনে ফেলছেন জেরেমি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, জুন ৯, ২০১৭
ব্রিটেনের নির্বাচনে তেরিজাকে পেছনে ফেলছেন জেরেমি ব্রিটেনের নির্বাচনে তেরিজাকে পেছনে ফেলছেন জেরেমি

ঢাকা:  ব্রিটেনের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা খোয়ানোর পথেই এগিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টা পর্যন্ত ঘোষিত ২০৪ আসনের ফলাফলে বর্তমান প্রধানমন্ত্রী তেরিজা মে’র কনজারভেটিভ পার্টি পেয়েছে সাকুল্যে ৭৯ আসন। আর জেরেমি করবিনের নেতৃত্বাধীন লেবার পার্টি জিতেছে ১০১টি আসনে।

এছাড়া স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ১৩টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১টি ও অন্য‍ান্যরা ১৩টি আসনে জয়ী হয়েছে।  

ব্রিটেনের এই সাধারণ নির্বাচনে মোট ৬৫০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৩২৬ আসন পেতেই হবে।

আর কোনো দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে তেরিজা মে-ই প্রধানমন্ত্রী থাকবেন। নতুন সরকার গঠনের সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন। তিনি সিট বেশী পেলেও সংখ্যাগরিষ্ঠতা হারালে সরকার গঠনে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয়ী দল সুযোগ পাবে।

এ ক্ষেত্রে লেবার পার্টির নেতা হিসেবে জেরেমি করবিন প্রধানমন্ত্রী হওয়ার দিকে এগিয়ে যাবেন।

বাংলাদেশ সময়: ০৮১৭ ঘণ্টা, জুন ৯, ২০১৭
আরআর/জেডএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ