ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

একটি কুমির উদ্ধারে দিন পার গ্রামবাসীর!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, জুন ৮, ২০১৭
একটি কুমির উদ্ধারে দিন পার গ্রামবাসীর! কুমির উদ্ধার

সাম্প্রতিক প্রবল বর্ষণ ও বন্যায় গ্রামে ভেসে আসা এক কুমিরকে নিয়ে বিপাকে পড়েন গ্রামবাসী। না যাচ্ছিল সরানো, না তার জন্য হচ্ছিল সাধারণের নিরাপদ যাতায়াত। এতোটাই বিপত্তি যে জড়ো হলেন পুরো গ্রামবাসী।

শ্রীলঙ্কার দক্ষিণের মাতারা জেলার আকুরেসা গ্রামে ‘আগন্তুক’ কুমিরটি সরাতে লেগে পড়েন গ্রামের প্রায় সবাই। অন্তত ৫ মিটার (প্রায় ১৭ ফুট) লম্বা প্রাণীটিকে টেনে তুলতে হাত লাগান শতশত মানুষ।

দড়ি দিয়ে বেঁধে এবং কাঠে করে তুলে নেওয়া হয়। আর এতেই দিন পার গ্রামের মানুষগুলোর! শিশু থেকে বৃদ্ধ সবাই যোগ দেন এই কর্মযজ্ঞে।

পরে এটিকে তোলা হয় একটি ট্রাকে, নিয়ে যাওয়া হয় অভয়ারণ্যে।

ভিডিওতে দেখুন আরও...

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জুন ০৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।