ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮, আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, মে ১১, ২০১৭
চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮, আহত ১১ চীনে ভূমিকম্প/ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়ানের প্রত্যন্ত উঘর অটোনোমাস অঞ্চলে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১১ জন।

প্রাথমিকভাবে ভূমিকম্পে ৪ জন নিহতের খবর জানালেও পরে ৮জনের মৃত্যুর বিষয়টি জানায় স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

চীনভিত্তিক সিনহুয়া’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ মে) বেইজিং সময় সকাল ৫টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৩টা ৫৮ মিনিট) ৫.৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূ-পৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিলো মাত্র ৮ কিলোমিটার। ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কীভাবে প্রাণহানি হয়েছে প্রাথমিকভাবে এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ১১, ২০১৭
ওএইচ/এএ

**
চীনে ৫.৫ মাত্রার ভূমিকম্প, নিহত ৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।