ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

কাশ্মীরে ক্যাম্পে হামলায় ৩ ভারতীয় সৈন্য নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
 কাশ্মীরে ক্যাম্পে হামলায় ৩ ভারতীয় সৈন্য নিহত কাশ্মীরে ক্যাম্পে হামলায় ৩ ভারতীয় সৈন্য নিহত

ভারত ও পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখার (লাইন অব কন্ট্রোল) কাছে সেনাবাহিনীর একটি ক্যাম্পে জঙ্গি হামলায় ৩ ভারতীয় সৈন্য নিহত হয়েছে। প্রতিরোধের মুখে নিহত হয়েছে দুই জঙ্গিও।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাজ্যটির রাজধানী শহর শ্রীনগরের উত্তর-পশ্চিমাঞ্চলের ওই ক্যাম্পে এই হামলা হয়।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া সংবাদমাধ্যমকে জানান, জঙ্গিরা বন্দুক ও গ্রেনেড নিয়ে সৈন্যদের ওপর হামলা চালায়।

এতে সেনাবাহিনীর তিনজন এবং দুই জঙ্গি নিহত হয়।

এ বিষয়ে কোনো জঙ্গি গোষ্ঠীর বক্তব্য পাওয়া যায়নি। তবে কাশ্মীরে প্রায়ই এ ধরনের জঙ্গি হামলা ঘটে থাকে। নয়াদিল্লি মনে করে, এই জঙ্গিরা পাকিস্তানি ভূখণ্ড থেকে আসে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।