ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

শিমলায় পাহাড়ি খাদে বাস, নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
শিমলায় পাহাড়ি খাদে বাস, নিহত ৪৪ গভীর গিরিখাদে পড়ে যাওয়া বাস। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ হিমাচলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১০ নারী, ৩ শিশু ও ৩১ জন পুরুষ ছিলেন। বাসটিতে মোট যাত্রী ছিলেন ৫৫ জন।

বুধবার (১৯ এপ্রিল) হিমালয় পাদদেশের পর্যটনসমৃদ্ধ প্রদেশটির রাজধানী শিমলা শহরের ২০০ কিলোমিটার দূরের গুমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি সড়ক থেকে প্রায় ২৫০ মিটার গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর কেউ বেঁছেছেন কিনা জানা যায়নি।

শিমলা জেলা প্রশাসক রোহান চন্দ ঠাকুর সংবাদমাধ্যমকে বলেন, বাসটি পার্শ্ববর্তী প্রদেশ উত্তরাখণ্ডের বিকাশ নগর থেকে শিমলার তুন্নি এলাকায় যাচ্ছিল। প্রাথমিকভাবে আমরা জেনেছিলাম বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাদে পড়ে যায়। তখন ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে এখন এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।

ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনী তৎপর রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, কী কারণে এটি দুর্ঘটনায় পড়েছে তা নির্দিষ্টভাবে জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।