ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পহেলা বৈশাখে এয়ার ইন্ডিয়ায় বাঙালি খাবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
পহেলা বৈশাখে এয়ার ইন্ডিয়ায় বাঙালি খাবার এয়ার ইন্ডিয়ার প্লেন

পহেলা বৈশাখ উপলক্ষে যাত্রীদের জন্য বাঙালির বিভিন্ন ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবারের আয়োজন রেখেছে ভারতের জাতীয় পতাকাবাহী ক্যারিয়ার এয়ার ইন্ডিয়া। আগামী ১৫ এপ্রিল (শনিবার) বাংলা নববর্ষে এ ‍আয়োজন বলে সূত্রে জানা যায়। 

জানা যায়, জিভে জল আনা বিভিন্ন বাঙালি খাবার যাত্রীদের জন্য আগামী ১৫ এপ্রিল সরবরাহ করবে এয়ার ইন্ডিয়া। কলকাতা থেকে অভ্যন্তরীণ সব গন্তব্য, পোর্ট ব্লেয়ার ও আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা বিভিন্ন খাবারের স্বাদ নিতে পারবেন।

 

আয়োজনে সকালে যাত্রীদের জন্য নাস্তায় থাকছে- নারকেল ও কিসমিসের তৈরি ছোলার ডাল, খিচুড়ি, মুরগি বা মোচার কাটলেট, বিটরুট চপ, ডিমের কোপ্তা, কিমা তরকারি, সিঙ্গারা, ডাল বড়া ও সুস্বাদু চা।

দুপুর ও রাতের খাবারে থাকছে- আম পোস্ত মুরগি, ডাক-বাংলো মুরগি, সোনামুগ ডাল, কলাই, ঘি ভাত, পাটালের দোলমা, আম সন্দেশসহ চানার ডালনা, মিষ্টি দই।

শুধু তাই নয় যাত্রীদের স্বাগত জানাতে থাকবে গন্ধরাজ লেবুর ঘোল ও ডাবের জল। আর ঐতিহ্যবাহী এসব খাবার কলাপাতা দিয়ে ঢেকে পরিবেশন করা হবে বলে ওই সূত্র জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ