ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ছত্তিশগড় রাজ্যে মাওবাদী হামলায় ১২ পুলিশ নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
ছত্তিশগড় রাজ্যে মাওবাদী হামলায় ১২ পুলিশ নিহত

ভারতের ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদী বিদ্রোহীদের হামলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ১২ জন সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও চার সিআরপিএফ সদস্য।

রাজ্য পুলিশের বরাতে দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, সকাল ৯টার দিকে জেলার ভেজ্জি ও কুট্টাচেরু এলাকার মাঝামাঝি স্থানে রাস্তার পাশে একটি উন্মুক্ত অনুষ্ঠানে মাওবাদীরা এলোপাথাড়ি গুলি করে। এমন সময় হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার নিন্দা জানিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। এর সঙ্গে যারা জড়িত তাদের দ্রুতই খুঁজে বের করার মতো সক্ষমতা রয়েছে, কেন্দ্র থেকেই বিষয়টি সমন্বয় করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।