[x]
[x]
ঢাকা, বুধবার, ৭ অগ্রহায়ণ ১৪২৪, ২২ নভেম্বর ২০১৭

bangla news

প্রেসিডেন্ট পার্কের অভিশংসনের প্রতিবাদে বিক্ষোভ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-১০ ১:৪৮:২৭ পিএম
অভিশংসনের প্রতিবাদে বিক্ষোভ, ছবি: সংগৃহীত

অভিশংসনের প্রতিবাদে বিক্ষোভ, ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই অভিংশনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করার সময় দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার (১০ মার্চ) দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হোয়াং কিয়ো ওয়ান এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানান। বিবৃতিতে দুই বিক্ষোভকারী কীভাবে নিহত হলেন, তার ব্যাখা দেওয়া হয়নি। তবে এ ঘটনাকে দুঃখজনক বলা হয়েছে।

পার্ক গিউন-হাই, ছবি: সংগৃহীতদুর্নীতির দায়ে প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইকে অভিশংসনের পক্ষে রায় দেন দেশটির উচ্চ আদালত। এর প্রতিবাদে অনেকে বিক্ষোভ শুরু করেন। অনেককে আবার আনন্দও প্রকাশ করতে দেখা যায়।

এর আগে পার্কের প্রেসিডেন্ট থাকা না থাকা নিয়ে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বিলিতে (সংসদ) ভোটাভুটি হয়। তখন অভিশংসনের পক্ষে ভোট পড়ে ২৩৪ এবং বিপক্ষে মাত্র ৫৬। পরে বিষয়টি আদালতে গড়ালে দেশটির উচ্চ আদালত চূড়ান্তভাবে এ অভিশংসনের পক্ষে রায় দেন।

** চূড়ান্তভাবে অভিশংসিত দ. কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Loading...
Alexa