ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কাবুলে সামরিক হাসপাতালে হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
কাবুলে সামরিক হাসপাতালে হামলা, নিহত ২ কাবুলে হামলা, ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির সর্ববৃহৎ সামরিক হাসপাতালে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা হাসপাতালে ভেতরে ঢুকে গুলিবর্ষণ ও তাণ্ডব চালায়।

বুধবার (৮ মার্চ) দুপুরে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানায়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুইজন নিহত এবং ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সংবাদ লেখা পর্যন্ত সেখানে সহিংসতা অব্যাহত ছিলো।

কাবুলে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে দি সরদার দাউদ খান নামে ৪০০ শয্যার সামরিক হাসপাতালে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন হাসপাতালটির এক মুখপাত্র।

হাসপাতালের এক কর্মচারী বলেন, তিনি একজন বন্দুকধারীকে ডাক্তারের পোশাক পরে এলোপাতাড়ি গুলি করে দুইজনকে হত্যা করতে দেখেছেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ