Alexa
ঢাকা, মঙ্গলবার, ১৪ চৈত্র ১৪২৩, ২৮ মার্চ ২০১৭
bangla news
symphony mobile

আল্পস পর্বতে তুষার ধসে ‘বহু হতাহতের’ আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-০৭ ৪:৫৩:৪৭ পিএম
আল্পস পর্বত

আল্পস পর্বত

ফ্রান্সের আল্পস পর্বতে তুষার ধসে চাপা পড়ে বেশ কয়েকজন লোক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। 

মঙ্গলবার (০৭ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টায় পর্বতের তিগনেস স্কি রিসোর্টে তুষার ধসের ঘটনায় তারা চাপা পড়েন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। 

সংবাদমাধ্যম জানায়, রির্সোটের উন্মুক্ত স্থানে যেখানে লোকজন চলাফেরা করেন সেখানে তুষার ধসের ঘটনায় বহু লোক চাপা পড়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, তুষারের নিচে বহু লোক চাপা পড়েছেন। দৃষ্টিসীমা কমে যাওয়ায় হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান চালানো সম্ভব হবে না। ফলে সেখানে পৌঁছাতে পায়ে হাঁটতে হবে, যা সময় সাপেক্ষ।

রিসোর্টের আশপাশের সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে আশপাশের সবাইকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক বিভাগের সর্বোচ্চ পঠিত

You May Like..