ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

দাহ্য পদার্থের কারণে দ্রুত ছড়াচ্ছে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
দাহ্য পদার্থের কারণে দ্রুত ছড়াচ্ছে আগুন

ঢাকা: কলকাতার বুরাবাজার পাইকারি বাজারে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। দুর্যোগ ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আবাসিক ভবনগুলোতে যারা আটকা পড়েছিলেন তাদের উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি ঘটনাস্থলের আশেপাশের বাড়িগুলো খালি করে দেওয়া হয়েছে।

পুলিশ বলছে, ঘনবসতি এলাকা হওয়ায় এবং তীব্র ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। আগুনের সূত্রপাত কিভাবে তা এখনও জানা যায়নি। দমকল কর্মীদের সুবিধার্থে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। রবীন্দ্র সরণি এবং এমজি রোড বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে আগুন ধরে যায়।

কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি ঘটনাস্থলে রয়েছেন। তিনি বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমাদের জ্যেষ্ঠ কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন।

** কলকাতার পাইকারি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, ফেব্রুয়‍ারি ২৮, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।