ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বিহারে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ২৪, সাহায্য ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
বিহারে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ২৪, সাহায্য ঘোষণা

ঢাকা: ঘুড়ি উৎসবে যোগ দিতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের বিহারে নৌকাডুবির এ ঘটনা ঘটে। নৌকাটিতে ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

নিখোঁজদের সন্ধানে রোববার (১৫ জানুয়ারি) সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত উদ্ধার ছয়জনকে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডুবুরিদের পাশাপাশি স্থানীয়রা নৌকার মাধ্যমে নিখোঁজদের সন্ধান করছেন।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।  

পাটনার জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার আগারওয়াল জানিয়েছেন, নৌকাটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী ছিলো।  

নৌকাডুবির ঘটনার পর ঘুড়ি উৎসব বাতিল করা হয়েছে।  

প্রতিবছর পৌষ সংক্রান্তিতে তিন দিনব্যাপী ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। উৎসবে যোগ দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ