ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সরকার গঠনের আলোচনায় বসছে ইরাকি পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১০
সরকার গঠনের আলোচনায় বসছে ইরাকি পার্লামেন্ট

বাগদাদ: সরকার গঠন নিয়ে আলোচনা করতে ইরাকি পার্লামেন্ট রোববার আলোচনা বসছে। প্রেসিডেন্ট জালাল তালাবানি প্রধান মন্ত্রী হিসেবে নূরি আল-মালিকির নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করবেন বলে ধারনা করা হচ্ছে।



নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, রোববার স্থানীয় সময় সকাল ১১টায় পার্লামেন্টের নতুন অধিবেশন বসবে। এ অধিবেশনে কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভ কমিটি এবং কক্ষের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হবে।

চলতি মাসের শুরুতে ক্ষমতা ভাগাভাগির বিষয়ে একমত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্ব নেতারা অভিনন্দন জানায়। যদিও পরে সুন্নি আরর পন্থীকে পার্লামেন্টের স্পিকার নির্বাচিত করার পর আলোচনা ভেঙ্গে যায়।

বাংলাদেশ সময়: ১৩৫৩ঘণ্টা, নভেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।