ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারত সরকারকে দিল্লি হাইকোর্ট

অরুন্ধতী রায়ের বিরুদ্ধে কেন ফৌজদারি মামলা নয়

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১০
অরুন্ধতী রায়ের বিরুদ্ধে কেন ফৌজদারি মামলা নয়

কলকাতা: কাশ্মীর প্রসঙ্গে রাষ্ট্রবিরোধী মন্তব্যের জন্য বুকার পুরস্কার জয়ী বিশিষ্ট লেখিকা অরুন্ধতী রায়, হুরিয়াত নেতা সৈয়দ আলি শাহ ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এ আর গিলানীর বিরুদ্ধে কেন ফৌজদারি মামলা হলো না--ভারত সরকারের তা জানতে চেয়েছে দিল্লি হাইকোর্ট।

সম্প্রতি এদের বিরুদ্ধে দায়ের করা একটি জনস্বার্থ মামলার আবেদনকারি শালিখচাঁদ জৈনের পক্ষে আইনজীবি সুগ্রীব দুবে বৃহস্পতিবার বাংলানিউজকে বলেন, ‘ভারতীয় দণ্ডবিধি ১২১ ও অন্যান্য ধারায় এই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য ভারত সরকারকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টে আমরা এই আবেদন করেছিলাম।

এরই পরিপ্রেক্ষিতে সরকারের কাছে আদালত এটা জানতে চেয়েছে। ’

তিনি আরও বলেন, এদের আপত্তিকর মন্তব্যের ফলে কাশ্মীরের ও দেশের অন্যত্র বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি উৎসাহিত হবে। জাতীয় সংহতি ও রাষ্ট্রের অখণ্ডতার প্রশ্নে আদালতকেই ভূমিকা রাখতে হবে।

ভারতীয় সময়: ১৯৪২ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।