ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কর্মী ছাঁটাই হচ্ছে নাসা’র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ সংস্থা নাসার ১২শরও বেশি কর্মী শুক্রবার ছাঁটাই হচ্ছেন। দুই দিন আগে মার্কিন কংগ্রেস সংস্থাটির জন্য এক হাজার ৯০০ কোটি ডলার বিল পাস করলেও এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।



সংস্থাটির উপপ্রশাসক লরি গার্ভার বৃহস্পতিবার জানান, তিনি মনে করেন না এই বিল আগে থেকে পরিকল্পনায় থাকা কর্মী ছাঁটাইয়ে কোনো প্রভাব ফেলবে।

ছাঁটাই শ্রমিকদের অনেকেই নাসার স্থানান্তর কর্মসূচিতে (শাটল প্রোগ্রাম) কাজ করেন। ১৯৮০-র দশকের শুরু থেকে এই কাজ শুরু হয়েছে। কাজটি শেষ হলে নয় হাজারেরও বেশি কর্মী তাদের চাকরি হারাবেন।

ছাঁটাই হওয়া কর্মীরা সর্বশেষ বৃহস্পতিবার তাদের কর্মেেত্র রিপোর্ট জমা দিয়েছেন।

বুধবার রাতে হোয়াইট হাউস থেকে সিনেটের অনুমোদনের পর নাসা রিঅথোরাইজেশন অ্যাক্ট নামের ওই বিলটি পাস করা হয়। এর মাধ্যমে নাসার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার কৌশল সামনে এগিয়ে যাবে। এর জন্য প্রয়োজনীয় মতা কর্তৃপকে দেওয়া হবে।

বিলটি বিস্ময়করভাবে কংগ্রেস ও সিনেটে পাস হয়েছে। ওবামা এতে স্বার করবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।