ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

তার ছাড়াই চার্জ হবে মোবাইল ফোন!

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০
তার ছাড়াই চার্জ হবে মোবাইল ফোন!

জাপানের খ্যাতনামা প্রাযুক্তিক নির্মাতা ফুজিৎসু এ প্রথম পোর্টেবল ডিভাইসে তারহীন চার্জ পদ্ধতি উদ্ভাবনের তথ্য প্রকাশ করেছে। ২০১২ সালের মধ্যে এ পদ্ধতি কার্যকর হবে।



প্রতিষ্ঠানিক সূত্র জানিয়েছে, এটি এমন এক উদ্ভাবন যার মাধ্যমে একই সময়ে একাধিক ইলেকট্রনিক পোর্টেবল পণ্য চার্জ করা সম্ভব। যেমন মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা, ল্যাপটপ ও অন্য সব পোর্টেবল পণ্য কোনো ক্যাবল সংযোগ ছাড়াই সহজে চার্জ গ্রহণে সক্ষম হবে।

পোর্টেবল পণ্য ছাড়াও ইলেকট্রিক কার ব্যবহারকারীরা তাদের ব্যবহৃত গাড়িতে ক্যাবল সংযোগ ছাড়াই চার্জ দিতে পারবে। উল্লেখ্য, ওসাকা প্রিফেকচার ইউনিভার্সিটিতে আয়োজিত ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন কনফারেন্সে নতুন এ প্রযুক্তির আগাম ঘোষণা করে ইনস্টিটিউট অব ইলেকট্রনিক্স বিভাগ।

ফুজিৎসু গবেষণার ফলাফল বিভিন্ন মাধ্যমে মূলত চার্জার ও ইলেকট্রনিক পণ্যের ম্যাগনেটিক ফিল্ডে বিদ্যুৎ প্রেরণ নিয়ে দীর্ঘ গবেষণা করেছে। অত্যাধুনিক এ প্রযুক্তি ভবিষ্যৎ প্রজন্মের পোর্টেবল টিউন পণ্যেও ব্যবহৃত হবে।

কিছু নির্ধারিত দূরত্বে পোর্টেবল পণ্যটি তার কার্যক্ষমতা প্রদর্শন করতে সক্ষম। এছাড়াও এ পদ্ধতির আরও মানোন্নয়নের কথা জানিয়েছে নির্মাতা সূত্র। যেমন মোবাইল ফোন ব্যবহারকারীরা সহজে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারে এমন উপযুক্ত চার্জিং পয়েন্ট তৈরিতেও ভবিষ্যতে তারা কাজ করবেন।

উল্লেখ্য, ২০১২ সালের মধ্যেই নতুন তারহীন এ চার্জিং পদ্ধতি বাণিজ্যিকভাবে বিপণনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বিক্রি মূল্য এখনও অনির্ধারিত। এ পদ্ধতির মাধ্যমে কোন সীমাবদ্ধতা ছাড়াই ব্যবহারকারীরা স্থানভেদে একই সময়ে অনেকগুলো বহনযোগ্য পণ্য তারহীন আবহে চার্জ দিতে পারবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad