ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

স্কুল শিক্ষার্থীদের জন্য এইচপির

মিনি ১০০ই নেটবুক

সিজারাজ জাহান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, জুন ২৪, ২০১০

অচিরেই এইচপি স্কুল শিক্ষার্থীদের জন্য মিনি সিরিজের নেটবুক প্রকাশ করতে যাচ্ছে। আসছে জুলাই মাসেই বিশ্বব্যাপী ১০০ই মডেলের মিনি নেটবুকটির বিপণন শুরু হবে।

নোটবুকটির বাজার মূল্য এখনও নির্ধারিত হয়নি। তবে ধারণা করা হচ্ছে তা ৩০০ ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।  

 

নতুন মিনি নেটবুকের সঙ্গে থাকছে সফটগুরু মাইক্রোসফট নির্মিত বেশকিছু আধুনিক সফটওয়্যার। যার মধ্যে আছে মাইক্রোসফট অফিস ২০১০, মাইক্রোসফট ম্যাথ ছাড়াও নিরাপত্তাজনিত সফটওয়্যার বান্ডেল। নেটবুকটির অন্যতম বৈশিষ্ট্য ১০.১ ইঞ্চি পর্দা লেড ডিসপ্লে।

 

আরও আছে ৯২ ভাগ পূর্ণ আকৃতির কোয়ার্টি কিবোর্ড, গতির নিশ্চয়তা দেবে ইন্টেল অ্যাটম এন৪৫৫ (১.৬৬ গিগাহার্টজ) প্রসেসর। ওজন মাত্র ১.৪৫ কেজি। ব্যাটারির সুবিধায় আছে ৩-সেল বা ৬-সেল লিথিয়াম আয়ন এবং ডাটা সংরক্ষণে ১৬০ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজ। এক কথায় স্কুল শিক্ষার সব ধরনের সুবিধা যুক্ত থাকবে এইচপি উদ্ভাবিত মিনি নেটবুক ১০০ই সংস্করণে।

 

বাংলাদেশ স্থানীয় সময় ১৫৩৮ ঘণ্টা, জুন ২৪, ২০১০
এসজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।