ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

নকিয়া এন৮ অবমুক্ত হচ্ছে ২৩ সেপ্টেম্বর!

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১০
নকিয়া এন৮ অবমুক্ত হচ্ছে ২৩ সেপ্টেম্বর!

আগামী ২৩ সেপ্টেম্বর অবমুক্ত হচ্ছে নকিয়া এন৮ মডেলের মোবাইল। প্রাথমিকভাবে যুক্তরাজ্যে এ মোবাইল উন্মোচিত হবে।

এ মুহূর্তে নকনক নামে নকিয়ার ব্লগ সাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

তবে নকিয়া এন৮ মডেলের সম্ভাব্য দাম কত হতে তা প্রাতিষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত করা হয়নি। তবে এরই মধ্যে বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করা হয়েছে। মূল বৈশিষ্ট্য ৩.৫ ইঞ্চির স্পর্শক পর্দা। তাছাড়া ১২ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আছে এইচডি ভিডিও, ওয়েব টিভি এবং লাইভ অভি ম্যাপ।

নকিয়া এন৮ মডেলের তথ্য ধারণে আছে ১৬ গিগাবাইট অনবোর্ড স্টোরেজ। সঙ্গে যুক্ত আছে মাইক্রো ইউএসবি সকেট। নেটওয়ার্ক বৈশিষ্ট্যের মধ্যে আছে থ্রিজি, ব্লুটুথ এবং ওয়াইফাই ইন্টারনেট সুবিধা। আর অন্য সব আকর্ষণীয় ফিচার উপভোগে হাজারো অ্যাপলিকেশন যুক্ত করা হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।