ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

বানিয়াচংয়ে ৫৮ স্কুলে ল্যাপটপ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
বানিয়াচংয়ে ৫৮ স্কুলে ল্যাপটপ বিতরণ ল্যাপটপ বিতরণ

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ল্যাপটপ বিতরণের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

ল্যাপটপ বিতরণ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সিদ্দিকী, সহকারী শিক্ষা কর্মকর্তা হাফিজুল ইসলাম, ক্ষিরোধ রায় প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিশুদের কম্পিউটার শিক্ষার আওতায় আনার উদ্দেশেই প্রাইমারি স্কুলপর্যায়ে সরকার ল্যাপটপ বিতরণ করছে। মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে তাদের কম্পিউটার শিক্ষা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।