ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

আকর্ষণীয় ফিচার নিয়ে নতুন সংস্করণে রিটস ব্রাউজার

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
আকর্ষণীয় ফিচার নিয়ে নতুন সংস্করণে রিটস ব্রাউজার আকর্ষণীয় ফিচার নিয়ে নতুন সংস্করণে রিটস ব্রাউজার।

ঢাকা: বাংলাদেশি মোবাইল ব্রাউজার রিটসে আকর্ষণীয় দুইটি ফিচার যুক্ত করা হয়েছে। ব্রাউজারটিতে ইউজার ইন্টারফেসটিকে আরও সহজ এবং আকর্ষণীয় করা হয়েছে।

প্রথম বাংলাদেশি মোবাইল ব্রাউজার, রিটস ব্রাউজারটি বর্তমানে গুগল প্লে-স্টোর থেকে পাঁচ লাখের বেশি ডাউনলোড হয়েছে। অ্যান্ড্রয়েড সংস্করণ ৪.১ এবং এর ওপরের ভার্সনের জন্য প্রযোজ্য এই ব্রাউজারটি ব্যবহারকারীদের অধিক মান ও গুণসম্পন্ন অভিজ্ঞতা দিতে সক্ষম।

রিটস ব্রাউজার হচ্ছে একমাত্র ব্রাউজার যেখানে আপনি কন্টেন্ট গুলো বুফের মতো করে পাবেন। আপনার ওয়েব সাইট সার্চিং ও অ্যাপ ইন্সটলিং অনেকাংশেই কমিয়ে সহজ করে দিবে এই রিটস ব্রাউজার। রিটস ব্রাউজারে শুধু মাত্র আঙ্গুলের ১টি স্পর্শ দিয়ে আপনি পাবেন, পৃথিবীর যে কোনো প্রান্থের আপডেট, চলমান ও সর্বশেষ খবর এবং অনন্যা বিষয়ের বিষয়ভিত্তিক ধারণা। আপনার ডিভাইসের মেমোরি ও পাওয়ার বাঁচাতে এ অ্যাপটি অনন্যা একাধিক অ্যাপ ইন্সটলের প্রয়োজনীয়তা কমিয়ে দিবে।
রিটসে নতুন দুইটি ফিচার যা থাকছে:

১। নোটিফিকেশন:- সদ্য প্রাপ্ত খবর, অফার, ঘটে যাওয়া ঘটনা এবং অনন্যা বিষয়ের হালনাগাদ তথ্য থাকছে এই ফিচারটিতে। ব্যবহারকারীরা যা টাচ করা মাত্রই পেয়ে যাবে।  

২। এক্সিট অপশন:- শুধুমাত্র এক্সিট অপশন এ টাচের মাধ্যমে একজন ব্যবহারকারী সহজেই অ্যাপ ব্যবহার শেষে বের হয়ে যেতে পারবে। পাশাপশি এই ফিচারটি অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাক অ্যান্ড প্রসেস থেকেও স্বয়ংক্রিয় ভাবে অ্যাপটিকে বন্ধ করে দেওয়ায় ডিভাইসের মেমোরি ও ব্যাটারির অপ্রয়োজনীয় ব্যবহার রোধ করে। যা বর্তমানে কোনো অ্যান্ড্রয়েড ব্রাউজারে নেই।

নতুন ফিচার ছাড়াও ব্রাউজার ব্যবহারকারীরা নিম্ন লিখিত সুবিধা সমূহ উপভোগ করতে পারবে–

দ্রুত ব্রাউজিং- দ্রুত নেট সার্ফিংয়ের অভিজ্ঞতার কথা মাথায় রেখে রিটস ব্রাউজারকে দ্রুত ব্রাউজিং অনুকূলে বানানো হয়েছে।  

লাইট ওয়েট- ব্রাউজারটি তুলনামূলক অন্যান্য অ্যাপের চেয়ে অনেক কম মেমোরি খরচ করে।  

গোপনীয়তা- ছদ্মবেশি ব্রাউজিং ফিচার থাকায় ব্রাউজারটি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করে।

সদ্যপ্রাপ্ত সংবাদ- সদ্য ঘটে যাওয়া সংবাদ ও তার স্থানসহ সংবাদ শিরোনাম পাওয়া যাবে এতে।  

লাইভ ক্রিকেট খেলা চলাকালীন সময়ের লাইভ স্কোর আপডেট জানা যাবে এখানে।  

বিনোদন-ভাষা ও পছন্দ অনুযায়ী বলিউড ও হলিউডসহ বিনোদন জগতের সর্বশেষ খবর ও ভিডিও দেখতে পাবেন এখানে।  

লাইভ টি.ভি- ২০টির অধিক টেলিভিশন চ্যানেল লাইভ দেখতে পাবেন এই অপশনটিতে।

লাইভ রেডিও ও সঙ্গীত- আপনার পছন্দের দেশি বিদেশি রেডিও চ্যানেল শুনুন কোনো হেড ফোনের সংযোগ ছাড়াই।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনুন ননস্টপ গান, মিউজিক অথবা এমন কিছু যা আপনার পছন্দনীয়।

রাশিফল- জেনে নিন কেমন যাবে আজকের দিনের বাকি সময়টা।

রেসিপি- মজার মজার রান্নার সব রেসিপি জানাও যাবে এই ব্রাউজারে।  

শেয়ারিং- যা ব্রাউজ করেছেন, তা আপনি চাইলে সহজেই পরিবার বা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন এখানে।  
হোমস্ক্রিনে অ্যাড- প্রয়োজনীয় ওয়েব সাইটটি হোমস্ক্রিনে শর্টকাট হিসেবে যোগ করা যাবে। যা ভবিষ্যতে সহজেই পাওয়া যাবে।

অফ-লাইন গেমস সময় কাটাতে ইন্টারনেট সংযোগ ছাড়াই খেলুন রিটস ব্রাউজারে যুক্ত করা গেমটি।

এছাড়াও পাঁচ থেকে দশটি অ্যাপের সমন্বয়ে তৈরি এ ব্রাউজারে পাবেন অনেক সুবিধা।

রিটস ব্রাউজারের পরবর্তী সংস্করণে থাকবে সবচেয়ে আকর্ষণীয় ফিচার: পয়েন্ট কালেকশন, যে পয়েন্ট দিয়া আপনি কেনাকাটা থেকে শুরু করে মোবাইল টপআপ পর্যন্ত যে কোনো কিছু করতে পারবেন। পুরনো ইউজারদের জন্য থাকছে বোনাস পয়েন্ট। ইন্সটল করুন রিটস ব্রাউজার এবং আপডেট থাকুন ডিজিটাল গতিতে।

ব্রাউজারটি ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করুন: https://play.google.com/store/apps/details?id=acr.browser.raisebrowserfull&hl=en

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।