ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ঘড়ির সাইট টাকশাল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
ঘড়ির সাইট টাকশাল টাকশাল

দেশীয় ই-কমার্স খাতে যুক্ত হয়েছে টাকশাল ডটকম (www.takshal.com)।

শুধুমাত্র ঘড়ির সংগ্রহ নিয়ে যাত্রা শুরু করা টাকশালে পাওয়া যাচ্ছে ২০টিরও অধিক ব্র্যান্ডের ঘড়ি। তাই যারা ঘড়ি পছন্দ করেন, তারা একখানেই বিশ্বের সব পরিচিত ব্র্যন্ডের ঘড়ি পেয়ে যাবেন।

টাকশাল ডটকমের প্রধান নির্বাহী কর্মকতা মাহাবুব হাসান বলেন, ‌‌‌আমাদের ই-কমার্স সাইট থেকে ক্রেতারা কম দামের মধ্যে ব্র্যান্ডের ঘড়ি কিনতে পারবেন। শুধুমাত্র ঘড়ি বিক্রয়ের জন্য এ প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে।

দেশে এ ধরণের উদ্যোগ প্রথম।

যেসব গ্রাহক টাকশালের সাইটে নিবন্ধন করবেন তাদের জন্য ৩০ থেকে ৫০ শতাংশ বকেয়া রেখে ঘড়ি কেনার সুযোগ থাকছে।

সুবিধাটি উপভোগ করতে ক্রেডিট কার্ডেরও প্রয়োজন পড়বেনা। এছাড়া প্রতিষ্ঠানটি বিনা খরচে  ক্রেতাদের কাছে পৌঁছে দিবে তাঁদের অর্ডার করা ঘড়িটি। তাই বাড়তি টাকা গুণতে হবেনা ক্রেতাদের।

 বাংলদেশ সময়: ০৫১৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।