ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

বীমা গ্রহীতাদের জন্য মোবাইল অ্যাপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
বীমা গ্রহীতাদের জন্য মোবাইল অ্যাপ বীমা গ্রহীতাদের জন্য মোবাইল অ্যাপ বাস্তবায়ন নিয়ে চুক্তি

বীমা গ্রহীতাদেরকে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ সুবিধা প্রদান এবং প্রতিষ্ঠানের সাথে গ্রহীতাদের যোগাযোগ আরও যুগোপযোগী করার লক্ষ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কতৃপক্ষ মোবাইল অ্যাপ তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্তের সফল বাস্তবায়নের উদ্দেশ্যে অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেসের (সফটওয়্যার শপ লিমিটেড) সাথে প্রতিষ্ঠানটি একটি চুক্তি স্বাক্ষর করে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিইও এম এম মনিরুল আলম এবং এস এস এল ওয়্যারলেসের সিওও আশীষ চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি পত্রে স্বাক্ষর করেন।

এ সময় প্রতিষ্ঠান দুটির পক্ষে অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ডিরেক্টর ডেভিড জেমস হাওয়ার্ড গ্রিফিথস, সিওও মোহাম্মাদ সাজ্জাদুল করিম, মোঃ আব্দুল মান্নান, মোঃ মাজহারুল ইসলাম,  আবুল কালাম আযাদ, ডঃ মোঃ আশরাফুল হক, এসএসএল ওয়্যারলেস’র সিটিও  শাহজাদা রেদওয়ান,  হেড অব ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস - সউদ বিন জাহান, কী-অ্যাকাউন্ট ম্যানেজার মোঃ মাসুদুজ্জামান সহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এসজেডএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।