ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তির মাধ্যমে কৃষি খাতের উন্নয়ন করা হবে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
তথ্যপ্রযুক্তির মাধ্যমে কৃষি খাতের উন্নয়ন করা হবে বেসিস ও ইউএসএইডের মধ্যে বৈঠক

তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশের কৃষি খাতের উন্নয়নে কাজ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও ইউএসএইড।

সোমবার (১৬ জানুয়ারি) বেসিস সভাকক্ষে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ইউএসএইড’স এগ্রিকালচারাল ভ্যালু চেইনস (এভিসি) প্রকল্পের চীফ অব পার্টি মাইকেল ফিল্ড, আইসিটি মার্কেট স্পেশালিস্ট মাসুদ রানা ও বেসিসের পরিচালক উত্তম কুমার পাল।

বৈঠকে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃষির জন্য তথ্যপ্রযুক্তি টুলস উদ্ভাবন, কৃষকদের সচেতনতা বৃদ্ধি, গবেষণা ও যারা এসব টুলস ব্যবহার করতে চায় তাদের সহযোগিতা করার কথা জানানো হয়।

একইসাথে বেসিসের সদস্য প্রতিষ্ঠানগুলো যাতে এই প্রকল্পের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারে সেজন্য তাদের মানোন্নয়নে ও দক্ষতা উন্নয়নে কার্যক্রম পরিচালনা করবে তারা।

এ বিষয়ে শিগগিরই বেসিস ও ইউএসএইডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং আগামী ২০১৮ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।