ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইট হ্যাক!

আরিফ আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইট হ্যাক!

এ মুহূর্তে দেশের প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইটে প্রবেশ করলে কিছুই দেখা যাচ্ছে না। সাইট এর প্রধান পৃষ্ঠা নির্দেশ করছে এটি এখন হ্যাকারদের নিয়ন্ত্রণে।

তবে কবে কখন সাইটটি হ্যাক করা হয়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। সাইটটি হ্যাক করে হ্যাকাররা ‘হ্যাকথ্রিডি বাই টিথ্রিফোরএম এরর’ বার্তায় নিজেদের পরিচয় প্রদর্শন করছে। ডিপিই ডটগভ ডটবিডি সাইটে হ্যাকরারা এখন নীল চোখের এক তরুণীর মুখের একাংশের ছবি দিয়ে রেখেছে।

প্রাথমিক ও গণশিক্ষার অধিদপ্তর এর তথ্যযুক্ত এ সাইটটি দীর্ঘদিন ধরেই ভাইরাসে আক্রান্ত ছিল বলে অভিযোগ ছিল।

এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এর এক দায়িত্বশীল কর্মকর্তা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, সাইটটি হ্যাক হওয়ার বিষয়ে আমরা এখনও সুনির্দিষ্টভাবে অবগত নই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।