ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

সেকেন্ডে বিক্রি হচ্ছে ১০টি উইন্ডোজ সেভেন

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০
সেকেন্ডে বিক্রি হচ্ছে ১০টি উইন্ডোজ সেভেন

এ মুহূর্তে বিশ্বে প্রতি সেকেন্ডে ১০টি উইন্ডোজ সেভেন বিক্রি হচ্ছে। ২৩ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত মোট ২৯ দিনে বিক্রি হয়েছে ২ কোটি ৫০ লাখ উইন্ডোজ সেভেন।

মাইক্রোসফট সূত্র জানিয়েছে, উইন্ডোজ সেভেন উন্মোচনের পর এ পর্যন্ত মোট ১৭ কোটি ৫০ লাখ কপি বিক্রি হয়েছে।

সম্প্রতি মাইক্রোসফটের আর্থিক বিভাগের প্রধান পিটার কেইন প্রতিষ্ঠানটির এসব মাইল ফলক অতিক্রম করার কথা জানান। তাছাড়া উইন্ডোজ সেভেন হচ্ছে মাইক্রোসফটের সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া অপারেটিং সিস্টেম। কারণ প্রতি সেকেন্ডে ৯.৯৭ টি উইন্ডোজ সেভেন বিক্রি হচ্ছে। এ মুহূর্তে বিশ্বে ব্যবহৃত মোট কমপিউটারের ১৫ ভাগেই উইন্ডোজ সেভেন ব্যবহৃত হচ্ছে।

উল্লেখ্য, ২০০৯ সালে ২২ অক্টোবর থেকে বিশ্বব্যাপী বাণিজ্যিকভাবে উইন্ডোজ সেভেন এর বিপণন শুরু হয়। সে হিসেবে প্রতি সেকেন্ডে ৯.৯৭ টি উইন্ডোজ সেভেন বিক্রি হচ্ছে। আর ৩০ দিন আগে মাইক্রোসফট সূত্র জানিয়েছিল, উইন্ডোজ সেভেন উন্মোচনের পর ১৫ কোটি উইন্ডোজ সেভেন বিক্রি হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৫৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।