ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

জার্নি টু মার্কেট

সাপ্তাহিক আপডেট বিভাগে দেখুন কমপিউটারের দরদাম

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০
সাপ্তাহিক আপডেট বিভাগে দেখুন কমপিউটারের দরদাম

কমপিউটার বাজার নিয়ে আগ্রহী ক্রেতাদের উৎকণ্ঠার অন্ত নেই। কমপিউটার পণ্যের বাজারও দামের ওঠানামায় থাকে সরগরম।

তাই ক্রেতা সচেনতার স্বার্থে এখন থেকে আমাদের বিভাগভিত্তিক আয়োজনে যুক্ত হলো ‘মার্কেট আপডেট’। এ মুহূর্তে কমপিউটারের বিভিন্ন পণ্যের দামের তালিকা তুলে ধরা হলো।

প্রসেসর:
ইন্টেল সেলেরন ১.৮ গিগাহার্টজ দাম ২ হাজার ৮০০ টাকা, ইন্টেল ডুয়েল কোর ২.৫ গিগাহার্টজ ই৫২০০ দাম ৫ হাজার ১০০ টাকা, ইন্টেল কোর টু কোয়াড ২.৬৬ গিগাহার্টজ কিউ৮৪০কিউ দাম ১৪ হাজার টাকা, ইন্টেল কোর টু ডুও ৩ গিগাহার্টজ ই৮৪০০ দাম ১২ হাজার টাকা, ইন্টেল ডুয়েল কোর ২.৬ গিগাহার্টজ (ই৫৩০০ সিরিজ) ৫ হাজার ৩০০ টাকা, ইন্টেল কোর টু ডুও ২.৮ গিগাহার্টজ (ই৭৪০০ সিরিজ) ৮ হাজার ৮০০ টাকা, ইন্টেল কোর১৭ ২.৬৬ গিগাহার্টজ (৯২০ সিরিজ) ২ হাজার ৮০০ টাকা।

মাদারবোর্ড:
গিগাবাইট ৯৪৫ জিসিএম দাম ৩ হাজার ৬৫০ টাকা, আসুস পিএসই (ইন্টেল জি৪৩) দাম ৭ হাজার ৫০০ টাকা, বায়োস্টার  ইন্টেল জি৩১ সলিড দাম ৩ হাজার ৫০০ টাকা, ইনটেল ৯৪৫ জিসিপিএল দাম ৫ হাজার ৫০০ টাকা, গিগাবাইট জি৩৩এম সিরিজ ৬ হাজার ২০০ টাকা, আসুস পি৫কিউসি (ইন্টেল পি৪৫) ১৩ হাজার ২০০ টাকা, বায়োস্টার ইন্টেল পি৯৬৫ সিরিজ ৬ হাজার টাকা, ইনটেল পি৪-ডি-৯৪৫ জিসিএনএল সিরিজ ৬ হাজার ২০০ টাকা, আসুস (জি৪১) ৪ হাজার ৩০০ টাকা, ফক্সকন জি৩১ এমভি ৩ হাজার ২৫০টাকা।

র‌্যাম:
টুইনমস (ডিডিআরথ্রি) ২ গিগাবাইট দাম ৪ হাজার ৪৫০ টাকা, টুইনমস ১ গিগাবাইট (ডিডিআরটু) দাম ১ হাজার ৭০০ টাকা, টুইনমস ২ গিগাবাইট দাম ২ হাজার ৩৫০ টাকা, টুইনমস ৫১২ মেগাবাইট দাম ৭০০ টাকা।

হার্ডডিস্ক:
ম্যাক্সটর ১৬০ গিগাবাইট (দাম ২ হাজার ৭০০ টাকা), হিটাচি ১৬০ গিগাবাইট (দাম ২ হাজার ৮০০ টাকা), হিটাচি ৫০০ গিগাবাইট (দাম ৩ হাজার ৯০০ টাকা), হিটাচি ১০০০ গিগাবাইট (দাম ৬ হাজার ৭০০ টাকা)।

পেনড্রাইভ:
টুইনমস ২ গিগাবাইট ৪৫০ টাকা, ৪ গিগাবাইট ৭০০ টাকা, ৮ গিগাবাইট ১ হাজার ৩০০ টাকা।

বিভিন্ন ব্র্যান্ডের এলসিডি মনিটর:
স্যামসাং ১৫.৫ ইঞ্চি ৭৮০০ টাকা, স্যামসাং ১৮.৫ ইঞ্চি ৯২০০ টাকা, ফিলিপস ১৮.৫ ইঞ্চি ৮৭০০ টাকা, ডেল ১৮.৫ ইঞ্চি  ৮৭০০ টাকা, এলজি ১৮.৫ ইঞ্চি ৮৭০০ টাকা, এইচপি ১৮.৫ ইঞ্চি ৯৪০০ টাকা।

১৮ ইঞ্চি থেকে ১৮.৫ ইঞ্চি: এইচপি ১৮ ইঞ্চি ৯১০০ টাকা, ডেল ১৮.৫ ইঞ্চি ৮৭০০ টাকা, ফিলিপস ১৮.৫ ইঞ্চি ৮৮০০ টাকা, এলজি ১৮.৫  ইঞ্চি ৮৫০০ টাকা, এইচপি ১৮.৫ ইঞ্চি ৯৩০০ টাকা, ডেল ১৮.৫ ইঞ্চি ৮৭০০ টাকা এবং স্যামসাং ১৮.৫ ইঞ্চি ৮৭০০ টাকা।

১৯ ইঞ্চি: হুন্দাই ১৯ ইঞ্চি ৯৭৫০ টাকা (এলসিডি), হুন্দাই ১৯ ইঞ্চি ৯৩০০ (এলইডি), এলজি ১৯ ইঞ্চি ৯৫০০ টাকা, স্যামসাং ১৯ ইঞ্চি ৯৬০০ টাকা।

১৫.৬ ইঞ্চি থেকে ১৮ ইঞ্চি: স্যামসাং ১৫.৬ ইঞ্চি ৭৫৬০ টাকা, স্যামসাং ১৭ ইঞ্চি ৯৩০০ টাকা, স্যামসং ২০ ইঞ্চি ১১ হাজার টাকা, স্যামসং ২৭ ইঞ্চি ৪০ হাজার টাকা, স্যামসাং ২১.৫ ইঞ্চি ১৩ হাজার টাকা, আসুস ২২ ইঞ্চি ১৩৫০০ টাকা, বেনকিউ ১৫ ইঞ্চি ৯ হাজার টাকা, এইচপি ১৮ ইঞ্চি ৯১০০ টাকা।

ডিভিডি রম ড্রাইভ:
আসুস ১৮এক্স ১ হাজার ৪৫০ টাকা, বেনকিউ ১৬এক্স ১ হাজার ৩০০ টাকা, আসুস ১৮এক্স ১ হাজার ৪৫০ টাকা।

টিভিকার্ড:
এভারমিডিয়া এক্সটারনাল (ইউএসবি) ৪৫০০ টাকা, রিয়েলভিউ এক্সটারনাল (এলসিডি) ২২৫০ টাকা, এভারমিডিয়া ইন্টারনাল ৩২০০ টাকা, গ্যাডমি (ইউএসবি) টিভিকার্ড ২১০০, গ্যাডমি (এলসিডি) ২১০০ টাকা।

গ্রাফিক্স কার্ড:
পিসিআই এক্সপ্রেস ৪৫৫০ এইচডি ৫১২ মে বা ৪ হাজার ৬০০ টাকা, গিগাবাইট পিসিআই এক্সপ্রেস ১ গি.বা (৯৫০০ জিটি) ৪৫০০ টাকা, ফক্সকন জিফোর্স পিসিআই ১০ হাজার ৫০০ টাকা, গিগাবাইট জিভি ১ গি.বা. (৯৫০০ জিটি) ৪ হাজার ৬০০ টাকা।

ইউপিএস:
কে স্টার ৬৫০ ভিএ ২ হাজার ৫০০ টাকা , রেডফক্স ৬৫০ভিএ ২ হাজার ৮০০ টাকা, রেইজিং টেক ৩ কেভিএ ৩৫ হাজার।

স্পিকার:
ক্রিয়েটিভ ইনস্পায়ার [২:১] ২৭০০ টাকা, ক্রিয়েটিভ ইনস্পায়ার [৪:১] ৪৫০০ টাকা, ক্রিয়েটিভ ইন্সস্পায়ার [৫:১] ৫৩০০ টাকা, ক্রিয়েটিভ ইনস্পায়ার [৭: ১] ৯৮০০ টাকা, মাইক্রোল্যাব [২: ১] ১৩৫০ টাকা, মাইক্রোল্যাব [২:১] ১৭০০ টাকা, মাইক্রোল্যাব [৫: ১] ৪৫০০ টাকা।

প্রিন্টার:
ক্যানন (এলবিপি১২১০ লেজার) ১২ হাজার টাকা, ক্যানন (আইপি১৯৮০ মডেল) ৩ হাজার টাকা, ইপসন (ইপিএল ৬১০০এল মডেল) ১৩ হাজার ৫০০ টাকা, এইচপি (ডেস্কজেট১৩৬০ মডেল) ২ হাজার ৭০০ টাকা।

পোর্টেবল হার্ডডিস্ক:
ট্রানসেন্ড ৫০০ গিগাবাইট ৭ হাজার ৫০০ টাকা, ট্রানসেন্ড ২৫০ গিগাবাইট ৫ হাজার ১০০ টাকা।

জিপিআরএস মডেম:
আসুস ইউএসবিটি ৭ হাজার টাকা, মোবিডাটা ৩ হাজার টাকা, জুম আল্ট্রা সংযেগসহ ২ হাজার ৯৯০ টাকা থেকে ৩ হাজার ৬০০ টাকা, গ্রামীণফোন মডেম সংযোগসহ ২ হাজার ৯৯০ টাকা।

উল্লেখ্য, ঢাকাসহ দেশের বিভিন্ন প্রযুক্তিপণ্যের বাজারের ভিত্তিতে এ পণ্যগুলোর দামে খানিকটা তারতম্য হতে পারে। তবে এ দামগুলো আগ্রহী ক্রেতাদের প্রাইস গাইড হিসেবে কাজ করবে।

বাংলাদেশ স্থানীয় সময় ২১৩৫, ডিসেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।