ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আগরতলায় ইন্টার্ন শিক্ষার্থীদের গণঅবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
আগরতলায় ইন্টার্ন শিক্ষার্থীদের গণঅবস্থান আগরতলায় ইন্টার্ন শিক্ষার্থীদের গণঅবস্থান

আগরতলা: নিয়মিত স্টাইপেন্ডের টাকা দেওয়ার দাবিতে গণঅবস্থান করেছে আগরতলা মেডিকেল কলেজ ও জি বি হাসপাতালের ইন্টার্ন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৭ জুন) কলেজের সামনে এ গণঅবস্থানে বসেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ গত তিন মাসে তারা কোনো স্টাইপেন্ডের অর্থ পাননি।

আগরতলা মেডিকেল কলেজ ও জি বি হাসপাতালের ইন্টার্ন শিক্ষার্থীরা বলেন, গত ৯ মার্চ ট্রেনিং শুরুর আগে তাদের সঙ্গে চুক্তি হয়েছিল প্রতি মাসে ১৮ হাজার রুপি করে সান্মানিক দেওয়া হবে। কিন্তু তিন মাস কেটে গেলেও তারা কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত এক রুপিও পাননি।

এ বিষয়ে তারা একাধিকবার কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে স্টাইপেন্ডের টাকা দেওয়ার দাবি জানালেও কোনো কাজ হয়নি।

বকেয়া সাম্মানিক মিটিয়ে দেওয়ার পাশাপাশি চুক্তি অনুসারে মাসের শেষে নিয়মিতভাবে দেওয়ারও দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।