ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আখাউড়ায় বিএসএফ-বিজিবির মধ্যে মিষ্টি বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
আখাউড়ায় বিএসএফ-বিজিবির মধ্যে মিষ্টি বিতরণ আখাউড়ায় বিএসএফ-বিজিবির মধ্যে মিষ্টি বিতরণ

আগরতলা: প্রতি বছরের মতো এবারও ঈদের খুশিতে সামিল হলো আগরতলার পার্শ্ববর্তী আখাউড়া ইন্দো-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী।

সোমবার (২৬ জুন) ঈদ উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা আখাউড়া সীমান্তে একে অপরকে শুভেচ্ছা জানান ও কোলাক‍ুলি করেন। এক দেশের বাহিনীর তরফে অপর দেশের বাহিনীর সদস্যদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়‍া হয়।

ঈদ ছাড়াও বিজয়া দশমী, দীপাবলীসহ বিভিন্ন উৎসবের দিন এক দেশের সীমান্তরক্ষী বাহিনী অপর দেশের বাহিনীকে শুভেচ্ছা বিনিময়সহ মিষ্টি বিতরণ করে। এতে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর সৌহার্দ্যের সম্পর্ক আরও মজবুত হয়।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad