ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় ঈদ উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
ত্রিপুরায় ঈদ উদযাপন আগরতলার গেদু মিঞার মসজিদে ঈদের জামাত/ছবি: বাংলানিউজ

অগরতলা: ত্রিপুরা রাজ্যজুড়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধমীয় উৎসব ঈদ-উল-ফিতর। সোমবার (২৬ জুন) রাজ্যের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানী আগরতলার গেদু মিঞার মসজিদে।

এদিন স্থানীয় সময় সকাল ৯টায় নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ পরিচালনা করেন মওলানা আব্দুল রহমান ও মইনুল হক।

আগরতলার পাশাপাশি রাজ্যের প্রতিটি এলাকার মসজিদ ও ঈদগাহ ময়দানে নামাজ অনুষ্ঠিত হয়।

রাজ্যের বিভিন্ন মসজিদের বাইরে মেলাও বসেছে। ঈদ-উল-ফিতর উপলক্ষে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রী মানিক সরকার ও সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী সহিদ চৌধুরী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।