ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আগরতলা

টিএসআর বাহিনীর রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
টিএসআর বাহিনীর রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে অতিথিরা-ছবি-বাংলানিউজ

আগরতলা: নিরাপত্তা রক্ষার পাশাপাশি ত্রিপুরা রাজ্য রাইফেলস (টিএসআর) বাহিনীর দ্বিতীয় ব্যাটালিয়ান সারা বছর নানা সামাজিক কর্মসূচিও পালন করে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৪ জুন) রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তারা।

ত্রিপুরার পশ্চিম জেলার আরকে নগর এলাকায় ব্যাটালিয়ানের প্রধান কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর, টিএসআর-এর দ্বিতীয় বাহিনীর কমান্ডেন্ট তাপস দেববর্মাসহ অন্য কর্মকর্তারা।  

এদিন ১শ’র বেশি টিএসআর জওয়ান ও উপস্থিত অতিথিরা রক্তদান করেন।

 

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।