ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আগরতলার স্কুল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জুন ৪, ২০১৭
আগরতলার স্কুল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: ছুটির দিনে আগরতলায় স্কুল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

রোববার (৪ জুন) দুপুরে দশটি স্কুল পরিদর্শন করেন তিনি।
 
স্কুলগুলোর মধ্যে রয়েছে-  রাজধানীর ঐতিহ্যবাহী উমাকান্ত একাডেমী, বিজয় কুমার স্কুল, বাণী বিদ্যাপীঠ ছাত্রী স্কুল, রাজনগর স্কুল প্রভৃতি স্কুল।

যে স্কুলগুলোর নতুন ভবনের নির্মান কাজ চলছে তা সরেজমিনে পরিদর্শন করেন ও নির্মান সংস্থার কর্মীসহ এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।

অন্য স্কুলগুলোর পরিকাঠামো ঘুরে দেখেন। এ সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
এসসিএন/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।