ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ধূমপান মুক্ত জেলার স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গের হাওড়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জুন ১, ২০১৭
ধূমপান মুক্ত জেলার স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গের হাওড়া

কলকাতাঃ কলকাতার পাশের জেলা হাওড়া পেল ধূমপান মুক্ত জেলার স্বীকৃতি। হাওড়া জেলা প্রশাসন গোটা জেলায় উন্মুক্ত স্থানে সিগারেট খাওয়া বন্ধ করতে সক্ষম হয়েছে।

ভারতের আইনে উন্মুক্ত স্থানে সিগারেট খাওয়া অপরাধ। কিন্তু আইন থাকলেও বিভিন্ন শহর এবং গ্রামে বাস স্ট্যান্ড, সরকারি কার্যালয়, রেল স্টেশন প্রভৃতি জায়গায় সিগারেট খাওয়ার প্রবণতা বর্তমান।

এছাড়াও আইনে ১৮ বছরের কম বয়সের কিশোরদের ক্ষেত্রে তামাকজাত দ্রব্য বিক্রি করার ক্ষেত্রে নিষেধাঞ্জা রয়েছে সারা ভারতে। এই নিয়ম মেনেই হাওড়া ধূমপান মুক্ত জেলার স্বীকৃতি পেয়েছে।

প্রশাসনের তরফে মনে করা হচ্ছে, এই পদক্ষেপ আগামী দিনে ক্যানসার প্রতিরোধের ক্ষেত্রে বড় ভূমিকা নেবে।

এক্ষেত্রে প্রতিনিয়ত নজরদারি সফলতার অন্যতম কারণ বলে মনে করছে প্রশাসন।

আগামী দিনেও নজরদারি চলবে বলে জানান হয়েছে। প্রশাসনের তরফে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সাফল্য আগামী দিনে অন্যান্য জেলাগুলোকে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ১, ২০১৭
এসএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।