ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ভারত

মোবাইল অ্যাপে ১০০ ভাষার ৬৫ লাখ বই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
মোবাইল অ্যাপে ১০০ ভাষার ৬৫ লাখ বই

কলকাতা: ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান (আইআইটি) খড়গপুর মোবাইল অ্যাপের মাধ্যমে হাতের মুঠোয় নিয়ে এসেছে ১০০ ভাষার ৬৫ ল‍াখ বই।

প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ফোনের জন্য তৈরি করা হলেও আগামীতে আইফোনেও এই অ্যাপ ব্যবহার করা যাবে। বিপুল পরিমাণে বই ডিজিটাল ফরম্যাটে আনার আইনি প্রক্রিয়ার দিকে নজর রেখে সাউথ এশিয়া আর্কাইভ এবং ই–বুক লাইব্রেরির জাতীয় লাইসেন্স কিনে নিয়েছে ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

গ‍ুগল প্লে স্টোর থেকে ‘ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া’ নামে সার্চ করলেই এই অ্যাপ ডাউনলোড করা যাবে।  

২০১৫ সালে আইআইটি খড়গপুর এই পরিকল্পনা গ্রহণ করে। জানা গেছে, ইতোমধ্যে এ অ্যাপের ৯ লাখ গ্রাহক হয়ে গেছে।

এই অ্যাপের মাধ্যমে ডেস্কটপ ও ল্যাপটপের সাহায্য ছাড়াই বই পড়া যাবে। অ্যাপটি নিয়ে ভারতের ছাত্র এবং শিক্ষক মহলে যথেষ্ট উৎসাহ দেখা গেছে। বিদেশ থেকে ভারতে শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরাও এই অ্যাপের সুবিধা নিতে পারেবে। মনে করা হচ্ছে এই অ্যাপ শিক্ষা জগতে একটি নতুন দিগন্ত স্থাপন করতে চলেছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এসএস/আরআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।