[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪২৫, ২৪ এপ্রিল ২০১৮

bangla news

চেস বক্সিংয়ে অংশ নেবে ত্রিপুরার ৬ প্রতিযোগী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৪-০৮ ৮:৫৮:৫৫ পিএম
ত্রিপুরা সরকারের ক্রীড়া ও যুবমন্ত্রী সহিদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরা ছয় প্রতিযোগী। ছবি: বাংলানিউজ

ত্রিপুরা সরকারের ক্রীড়া ও যুবমন্ত্রী সহিদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরা ছয় প্রতিযোগী। ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের কলকাতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে অ্যামেচার চেস বক্সিং চ্যাম্পিয়ানশিপ আসর। যা আগামী ১১ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হবে ১৫ এপ্রিল।

এ আসরে ত্রিপুরা রাজ্য থেকে মোট ছয়জন প্রতিযোগী অংশ নেবে। এরমধ্যে চারজন ছেলে ও দুইজন মেয়ে। এবারের আসরটি অনুষ্ঠিত হবে কলকাতার ক্ষুদিরাম বসু অনুশীলন কেন্দ্রে।

প্রতিযোগীরা হলো- সুজীত দাস, প্রীতম চক্রবর্তী, তন্ময় দেববর্মা, বিপ্লর গোস্বামী, সুনিতা সরকার ও সীমন্তনী দাস।

প্রতিযোগীদের সঙ্গে তাদের কোচসহ অন্য কর্মকর্তারা কলকাতায় যাবেন। তারা কলকাতা যাওয়ার আগে শনিবার (৮ এপ্রিল) ত্রিপুরা সরকারের ক্রীড়া ও যুবমন্ত্রী সহিদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী তাদের শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এসসিএন/আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa