ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আগরতলা

আগরতলায় বিশ্ব নাট্য দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
আগরতলায় বিশ্ব নাট্য দিবস উদযাপন পদযাত্রা নিয়ে বের হন শিল্পতীর্থ ও রাজ্যের বিভিন্ন নাট্যদলের সদস্যরা। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: নানা কর্মসূচির মধ্য দিয়েছে ত্রিপুরার আগরতলায় বিশ্ব নাট্য দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

প্রথমে আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকা থেকে পদযাত্রা নিয়ে বের হন শিল্পতীর্থ ও রাজ্যের বিভিন্ন নাট্যদলের সদস্যরা।

বিভিন্ন পথ প্রদক্ষিণ শেষে পদযাত্রা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়। এখানে আয়োজন করা হয় নাটকসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন ও নাটক মঞ্চস্থ করে শিল্পতীর্থের শিল্পীরা।  

অনুষ্ঠানে নাট্য প্রতিভা সম্মাননা প্রদান করা হয় উদয়পুরের নাট্য ব্যক্তিত্ব গৌতম সাহাকে। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর।

এর আগে, অনুষ্ঠানের সূচনা করেন আগরতলা পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজীত সিনহা। আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জয় কর ও শিল্পতীর্থের সভাপতি কার্তিক বণিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসসিএন/ এমএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।