Alexa
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ চৈত্র ১৪২৩, ৩০ মার্চ ২০১৭
bangla news
symphony mobile

অমিতাভ বচ্চন মন্দির!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-২০ ১১:০৩:৩১ এএম
কলকাতায় অমিতাভ বচ্চন মন্দির। ছবি: বাংলানিউজ

কলকাতায় অমিতাভ বচ্চন মন্দির। ছবি: বাংলানিউজ

কলকাতা: কলকাতায় অমিতাভ বচ্চনের আস্ত একটা মন্দির বানিয়ে ফেলেছেন এক ভক্ত। আর সে মন্দিরে অমিতাভ বচ্চনের জুতো রেখে রীতিমতো প্রতিদিন সন্ধ্যারতিও করছেন। কলকাতার বালিগঞ্জের বন্ডেল রোদের কাছে সঞ্জয় পাতোদিয়া নামে এক ব্যক্তি ওই মন্দির নির্মাণ করেন।

সঞ্জয়ের দাবি, তিনি অমিতাভ বচ্চনের ‘ফ্যান’ নন, দেবতার যেমন ভক্ত হয় তিনিও অমিতাভ বচ্চনের তেমন ভক্ত। তবে সঞ্জয় পাতোদিয়া একা নন, আরও কয়েকজন অমিতাভ ‘ভক্ত’ মিলে পরিকল্পনা করে এই মন্দির তৈরি করা হয়েছে।অমিতাভ বচ্চন মন্দির। ছবি: বাংলানিউজ

মন্দিরে একটি সিংহাসন তৈরি করে রাখা হয়েছে অমিতাভ বচ্চনের জুতা ও তার ছবি। মন্দিরের দেওয়ালে লেখা ‘জয় শ্রী অমিতাভ। গুরু পূর্ণিমায় বেশ ঘটা করা হয় বিগ বি অমিতাভ বচ্চনের। আসছে গুরু পূর্ণিমায় ছবি সরিয়ে অমিতাভ বচ্চনের মূর্তিই বসানো হবে মন্দিরে।

অমিতাভ বচ্চন নিজেও জানেন কলকাতায় তার এই মন্দিরের কথা। যদিও ভগবান হিসেবে নিজের পূজায় আপত্তি আছে এই বলিষ্ঠ অভিনেতার।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
ভিএস/জেডএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

You May Like..