ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আগরতলায় বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
আগরতলায় বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন আগরতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অ্যাসিস্টেন্ট হাইকমিশনার মোহাম্মদ সেখাওয়াত হোসেন। ছবি: বাংলানিউজ

আগরতলা: যথাযোগ্য মর্যাদায় আগরতলায় অবস্থিত বাংলাদেশ অ্যাসিস্টেন্ট হাইকমিশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে প্রথমে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অ্যাসিস্টেন্ট হাইকমিশনার মোহাম্মদ সেখাওয়াত হোসেন। জাতীয় পতাকা উত্তোলন।                     <div class=

ছবি: বাংলানিউজ" src="http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/Agortola-inn20170317105524.jpg" style="width:100%" />

এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর লিখিত বাণী পাঠ করেন অ্যাসিস্টেন্ট হাইকমিশনার। প্রথম সচিব মনিরুজ্জামান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র লিখিত বাণী পাঠ করেন। দ্বিতীয় সচিব ইকবাল হোসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মোহম্মদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের লিখিত বাণী পাঠ করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা।  ছবি: বাংলানিউজ

পরে শুরু হয় শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ‘ক’, ‘খ’ এবং ‘গ’ তিনটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে অ্যাসিস্টেন্ট হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এসসিএন/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad