ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ভারত

কলকাতা হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার ৯ ঘণ্টায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
কলকাতা হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার ৯ ঘণ্টায়

কলকাতা: নয় ঘণ্টার টানটান উত্তেজনা, তারপরে পুলিশের জালে ধরা পড়লো শিশু চোর। উদ্ধার হলো কলকাতা মেডিকেল কলেজ থেকে চুরি যাওয়া সদ্যজাত শিশুটি।

মঙ্গলবার (১৪ মার্চ) হাসপাতাল থেকে চুরি যায় এক শিশু। এতে হাসপাতালে পুলিশ এসে উত্তেজিত জনতাকে সামাল দিলেও সাধারণ মানুষ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তা অবরোধ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শিশু যেখান থেকে চুরি গিয়েছিল সেখানে সিসি-টিভি খারাপ ছিল।
 
দীর্ঘ অভিযানে পুলিশের কাছে খবর আসে, মেডিকেল কলেজ সংলগ্ন মেট্রো স্টেশনের গোপন ক্যামেরায় এক নারীকে শিশু নিয়ে পালাতে দেখা গেছে। ওই নারীর ছবি দেখা যায় পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে। সেই সূত্র ধরে উদ্ধার হয় শিশুটি।
 
এরপর কলকাতা সংলগ্ন বাগমারি এলাকা থেকে সেই নারীকে ধরা হয়। সেখান থেকেই উদ্ধার হয় শিশুটি।

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এসএস/আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।