[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৯ অগ্রহায়ণ ১৪২৪, ২৪ নভেম্বর ২০১৭

bangla news

উত্তরপ্রদেশে বিজেপি’র সম্ভাব্য জয়ে খুশির হাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-১১ ৫:০৭:২৯ পিএম
বাজি, পটকা ফুটিয়ে আনন্দে মেতে উঠেন নেতাকর্মী ও সমর্থকরা। ছবি: বাংলানিউজ

বাজি, পটকা ফুটিয়ে আনন্দে মেতে উঠেন নেতাকর্মী ও সমর্থকরা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের উত্তর প্রদেশ, উত্তরখণ্ড, গোয়া ও মনিপুর রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির সম্ভব্য জয়ের খবর আসাতে শুরু হওয়ায় খুশির হাওয়া বইছে দলটি ভক্ত-সমর্থক প্রার্থীদের মধ্যে।

শনিবার (১১ মার্চ) বিকেল বিভিন্ন সংবাদমাধ্যমে জয়ের খবর আসতে শুরু করলে চারদিকে আনন্দের রব ছড়িয়ে পড়ে।

এ সময় তারা বাজি, পটকা ফুটিয়ে, গেরুয়া আবির নিয়ে নিজেদের মধ্যে আনন্দে মেতে উঠেন।

সেই সঙ্গে তারা জয়ধ্বনি দেন- ‘মোদীর নেতৃত্বে দেশে বিকাশের রাজনীতি চলছে, তাই সারাদেশের মানুষ বিজেপিকে জয়ী করছে।’

ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমার বিজেপি দলের কার্যালয়গুলোতে সম্ভব্য জয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে। আগামী নির্বাচনে ত্রিপুরা রাজ্যেও বিজেপি সরকার গঠন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসসিএন/আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Loading...
Alexa