ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরা মেডিকেল কলেজের কর্মচারীদের আন্দোলন অব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
ত্রিপুরা মেডিকেল কলেজের কর্মচারীদের আন্দোলন অব্যাহত ত্রিপুরা মেডিকেল কলেজের কর্মচারীদের আন্দোলন অব্যাহত-ছবি-বাংলানিউজ

আগরতলা: বেতন কাঠামোতে লাগাতর বঞ্চনার প্রতিবাদে ত্রিপুরা মেডিক্যাল কলেজের অশিক্ষক ও নার্সিং কর্মচারীদের আন্দোলন অব্যাহত। 

২০১৪ সালে ত্রিপুরা রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী ত্রিপুরা মেডিক্যাল কলেজের কর্মচারীদেরকে আগরতলা মেডিক্যাল কলেজের কর্মীদের মত সমহারে বেতন প্রদানের ঘোষণা দিয়েছিলেন। এরপর তাদেরকে রাজ্য সরকারের কর্মচারীদের হারে বেতন প্রদান করা হ।

য় কিন্তু ২০১৬ সালে কর্তৃপক্ষ ’তহবিল নেই’ অজুহাতে সরকারি সুবিধা প্রদান বন্ধ করে দেয় বলে কর্মীদের অভিযোগ।

নিজেদের ন্যায পাওয়ার জন্য কর্মচারীরা একাধিকবার পরিচালন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। কিন্তু কর্তৃপক্ষ তাদেরকে ন্যায্য পাওনা দিতে রাজি নয়। এই অভিযোগে কর্মীরা কিছুদিন আগে আন্দোলন কর্মসূচি শুরু করেন।  

বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারি) নিজেদের কর্মদিবসের পর বিকেলে কলেজের মূল গেটের সামনে বিক্ষোভ দেখান। কর্মীরা তাদের দাবি সম্বলিত ব্যানার ও প্লে-কার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান।

কর্তৃপক্ষ তাদের দাবি না মেনে নিলে তারা আগামী দিনে বৃহত্তর আনন্দোলনে যাবেন বলেও জানিয়ে দেন।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এসসিএন/জেএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।