ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

রামপালে হকার উচ্ছেদের প্রতিবাদে কলকাতায় মিছিল, আটক ৩৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
রামপালে হকার উচ্ছেদের প্রতিবাদে কলকাতায় মিছিল, আটক ৩৫ মিছিল পরবর্তী বেগবাগানের পরিস্থিতি। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য সেখানে হকার উচ্ছেদের প্রতিবাদে কলকাতায় মিছিল হয়েছে। মিছিল থেকে ৩৫ জনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের কাছে বেগবাগানে এ মিছিল করা হয়।

ভারত-বাংলাদেশ জনসংহতি ও হকার্স সংগ্রাম কমিটি নামে দু’টি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

হকার্স সংগ্রাম কমিটি প্রথমে মিছিল নিয়ে বেগবাগানে এলে সেখান থেকে ৩৫ জনকে আটক করা হয়। এরপর অন্যরা ছত্রভঙ্গ হয়ে যায়।  

কর্মসূচিতে জনসংহতির যোগ দেওয়ার কথা থাকলেও বিকেল ৫টা পর্যন্ত সেখানে যোগ দেয়নি তারা। তবে আন্দোলনকারীরা সংঘবব্ধ হয়ে আবার মিছিল বের করতে পারে বলে শঙ্কা থেকে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষত উপ-হাইকমিশনের চারদিকে পুলিশি অবস্থান বাড়ানো হয়েছে।

এর আগে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ভারতে একাধিক প্রতিবাদ সভার আয়োজন হলেও এই প্রথম কোনো গ্রেফতারির ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭/আপডেট ১৭৩৬ ঘণ্টা
ভিএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।