ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় রোজভ্যালির সম্পত্তি বাজেয়াপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
ত্রিপুরায় রোজভ্যালির সম্পত্তি বাজেয়াপ্ত  রোজভ্যালির সম্পত্তি বাজেয়াপ্তে করেছে ত্রিপুরা সরকার

আগরতলা: অবশেষে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সম্পত্তি বাজেয়াপ্তে করেছে ত্রিপুরা সরকার।

শনিবার (২১ জানুয়ারি) ত্রিপুরা রাজ্যের আট জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা রোজভ্যালির সব সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রশাসন।

পাশাপাশি ত্রিপুরার পশ্চিম জেলার আমতলী এলাকার রোজভ্যালির বিনোদন পার্কটি বাজেয়াপ্ত করা হয়।

পার্কের প্রবেশপথের মূল গেটে তালা লাগিয়ে দেয় সদর মহকুমা প্রশাসন। রাতে রাজধানী আগরতলার শকুন্তলা রোডের রোজভ্যালির বহুতল ভবনে অভিযান চালায় সদর মহকুমা প্রশাসন ও পুলিশ। ভবনটি সিলগালা করার পাশাপাশি প্রশাসন বহু গাড়িও বাজেয়াপ্ত করেছে।

পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসক (ডিএম) মিলিন্দ রামটেক জানান, পশ্চিম জেলার বিভিন্ন এলাকায় রোজভ্যালির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। রোজভ্যালির বহুতল ভবনসহ সরকারের কাছে নথিভুক্ত সকল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে প্রশাসন।  

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এসসিএন/আরআর/বিএস   

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।