ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

জ্যোতি বসু নগরীকে ধ্বংস করতে চাইছেন মুখ্যমন্ত্রী: গৌতম দেব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, জুন ২৬, ২০১১
জ্যোতি বসু নগরীকে ধ্বংস করতে চাইছেন মুখ্যমন্ত্রী: গৌতম দেব

কলকাতা: নির্মিয়মান জ্যোতি বসু নগরীকে ধ্বংস করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনটাই অভিযোগ করলেন সাবেক বামফ্রন্ট সরকারের আবাসনমন্ত্রী গৌতম দেব।



শনিবার  রাজ্য সিপিএমের কার্যালয় আলিমুদ্দিন স্ট্রিটে এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোক উত্থাপন করেন তিনি।

শুক্রবার নির্মিয়মান এই নগরীর জন্য আর জমি অধিগ্রহণ করা হবে না সরকারিভাবে ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি।

তার প্রতিবাদে এদিন গৌতম দেব বলেন,‘আজকে নগরায়নকে কেউ ঠেকাতে পারবে না। আগামী ১৫ বছরে কলকাতায় ১ কোটি ১০ লক্ষ ৪১ হাজার লোক বসবাস করবে। তার জন্য পরিকল্পিত ব্যবস্থা সরকারকে নিতে হবে। ’

এর জন্য তিনি সরকার পক্ষের সঙ্গে আলোচনাতেও প্রস্তুত বলেও এদিন জানান।

তিনি বলেন, ‘জমি কৃষকদের নাম করে ডেভলপাররা লুটে খাবে। রাজ্য সরকার যে জমি নিউটাউনে কৃষকদের ফেরত দেবেন তাতে ৫হাজার কোটি রুপি ফায়দা লুঠবে ডেভলপাররা। ’

তিনি আরও বলেন, ‘রাজারহাট ন্যাশানাল প্রজেক্ট(জ্যোতি বসু নগরী) এটা সবার মতামত নিয়ে তৈরি হয়েছে। এর পরিকল্পনায় খড়্গপুর আই আই টি দক্ষ কর্মীরা ছিলেন। ’

জমি কৃষকদের ফিরত দিলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে বলে, তিনি বলেন, ‘রাজারহাটের মত বড় শহরের জন্য দুটো বড় ঢোকার সড়ক এবং দুটো বেরনোর সড়কের পরিকল্পনা রয়েছে। এরজন্য কিছু জমি অধিগ্রহন বাকি রয়েছে ফলে সড়কের পরিকল্পনা সম্পূর্ন ব্যর্থ হল। উইপ্রো ও ইনফোসিসের জমি অধিগ্রহনের কিছু অংশ বাকি রয়েছে তাও বাতিল হয়ে গেল। ’

এর ফলে বিদুৎ ও বর্জ পদার্থ নিষ্কাশনের সমস্যার কথা উল্লেখ করে গৌতম দেব বলেন, ‘পাওয়ার সাব স্টেশন ও সলিড-অয়েস্ট প্রডাক্টের চেম্বার তৈরির প্রস্তাব ও ভেস্তে গেল। সব পরিকল্পনাই মুখ থুবড়ে পরবে। এক কথায় এতে জ্যোতি বসু নগরীকে হত্যা করা হল। ’

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জুন ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।