ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আগরতলা

বৃহস্পতিবার আগরতলায় আসছে বাজপেয়ীর চিতাভষ্ম কলস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
বৃহস্পতিবার আগরতলায় আসছে বাজপেয়ীর চিতাভষ্ম কলস অটল বিহারী বাজপেয়ী

আগরতলা: বৃহস্পতিবার (২৩ আগস্ট) ভারতের জাতীয় রাজধানী দিল্লি থেকে দেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চিতাভষ্ম কলস আগরতলায় এসে পৌঁছাবে। চিতাভষ্ম কলস নিয়ে আসবেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সম্পাদক প্রতিমা ভৌমিক।

মঙ্গলবার (২১ আগস্ট) সকালে প্রতিমা ভৌমিক দিল্লি থেকে ফোনে বাংলানিউজকে এ কথা জানান।

তিনি জানান, বৃহস্পতিবার বিমানবন্দর থেকে শোভাযাত্রা করে কলস নিয়ে আসা হবে দলের কার্যালয়ে।

দিনভর চিতাভষ্ম আগরতলার কৃষ্ণনগর বিজেপি কার্যালয়ে রাখা থাকবে। এখানে এসে দলের কর্মী-সমর্থক থেকে সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাবেন।

পরদিন শুক্রবার (২৪ আগস্ট) দলের কর্মীরা এ চিতাভষ্মসহ দু’টি শোভাযাত্রা নিয়ে বের হবেন। একটি শোভাযাত্রা যাবে গোমতী জেলার উদয়পুরে। সেখানে গোমতী নদীর পানিতে বিসর্জন দেওয়া হবে। অপর শোভাযাত্রাটি যাবে ধলাই জেলায়। সেখানে মনু নদীর পানিতে চিতাভষ্ম বিসর্জন দেওয়া হবে। এ কর্মসূচিতে দলের নেতাকর্মী ও মন্ত্রীরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।