ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আগরতলায় দুইজনের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
আগরতলায় দুইজনের মরদেহ উদ্ধার

আগরতলা (ত্রিপুরা): ২৪ ঘণ্টার ব্যবধানে ত্রিপুরার আগরতলার দুই জেলা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ জুলাই) আগরতলার দক্ষিণ জেলার মনুবাজার থানাধীন টাক্কাতুলশী এলাকা থেকে ১১ বছর বয়সী একটি শিশুর মরদেহ উদ্ধার হয়।

দক্ষিণ জেলার পুলিশ সুপার (এসপি) জৈল সিং মিনা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এসপি জানান, শিশুটি গত বুধবার থেকে নিখোঁজ ছিল। রোববার তার বাড়ির পাশের একটি বাগানে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

এসপি প্রাথমিকভাবে ধারণা করছেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ওইখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।

এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন টাক্কাতুলশীবাসীরা।

ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা পুলিশ কর্মকর্তা (এএসপি) বিপ্লব দেব জানান, জেলার কৈলাসহর থানাধীন কামরাঙ্গাতলী এলাকায় মনু নদী থেকে শনিবার (১৪ জুলাই) দুপুরে দুই হাত বাঁধা অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।